মিয়ানমারের কারণে ইয়াবা ঠেকানো সম্ভব হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের কারণে ইয়াবা ঠেকানো সম্ভব হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মিয়ানমারের কারণে ইয়াবা নামক মাদক ঠেকানো সম্ভব হচ্ছে না। যতবারই কথা বলেছি মিয়ানমার ততবারই প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা ইয়াবা বন্ধের বিষয়টি দেখবে। কিন্তু তাদের প্রতিশ্রুতির পরও কাজ হচ্ছে না।

ওসমানি স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিমান্ড হ্রাস, সাপ্লাই হ্রাস এবং সর্বোপরি মাদকাসক্তদের পুনরায় কর্মক্ষম করতে নিরাময় কেন্দ্রের মাধ্যমে কাজ করছি আমরা। এছাড়া মাদক মামলা নিস্পত্তির জন্য আদালতের সংখ্যা বৃদ্ধির বিষয়টি প্রক্রিয়াধীন।

তিনি বলেন, কারাগারের ধারণ ক্ষমতা ৩৫ হাজার থেকে ৪০ হাজারে উন্নীত করা হয়েছে। এর বিপরীতে ৮০ হাজারের ওপর বন্দি রয়েছে কারাগারে।

যার বেশিরভাগই মাদকের আসামি। মাদক চোরাচালানের রুট হিসেবে যাতে কেউ বাংলাদেশকে ব্যবহার করতে না পারে সেজন্য সরকার কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ড. জামাল উদ্দিন বলেন, বর্তমানে মাদকের সাথে এর কারবারিদের নতুন আইনে বিচার কাজ শুরু হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল