অস্ট্রেলিয়ায় গুলি করে ১০ হাজারেরও বেশি উট মারা হবে

অস্ট্রেলিয়ায় গুলি করে ১০ হাজারেরও বেশি উট মারা হবে

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের ১০ হাজারেরও বেশি উট গুলি করে মারার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের আনানজু পিতজানৎজাতজারা ইয়ানকুনিৎজাতজারা ল্যান্ডস (এওয়াইপি) এলাকার এক আদিবাসী নেতা এমনটাই নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার হেলিকপ্টার থেকে বন্য এ উটগুলোকে গুলি করে মারার প্রক্রিয়া কার্যকর করা হবে। প্রশিক্ষিত শুটার দিয়ে এ উটগুলো মারতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলে জানা গেছে।

এতগুলো উট একসঙ্গে মারার কারণ হিসেবে দেখানো হয়েছে, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল খুব খরাপ্রবণ এলাকা। এ কারণে এ অঞ্চলে পানির খুব সংকট লেগে থাকে। বন্য এই উটগুলো খুব বেশি পানি খেয়ে নিচ্ছে। পানির খোঁজে তাদের বিচরণের কারণে সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

এছাড়া মিথেন গ্যাস সৃষ্টির জন্যও তাদেরকেই দায়ী করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ