৬৩ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করল ঢাকা বিশ্ববিদ্যালয়

৬৩ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করল ঢাকা বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৩ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার শৃঙ্খলা পরিষদের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। ৭ দিনের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। গত বছর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস মামলায় ১২৫ জনকে আসামি করে চার্জশীট দেয়।

সেই আসামিদের মধ্যে ৮৭ জনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জড়িত ১৫ জনকে আগেই আজীবন বহিষ্কার করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাকিদের কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় ৬৩ জনকে এবারে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ