কুয়াশার কারণে চারটি বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১

কুয়াশার কারণে চারটি বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ত্রিশালে ঘন কুয়াশার কারণে চারটি বাস ও ট্রাকের সংঘর্ষে এক বাসের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, বুধবার ভোরে ত্রিশালের কাজির শিমলা এলাকায় মহাসড়কের পাশে বালুভর্তি ট্রাক আনলোডের জন্য দাঁড়িয়ে ছিল।

ঘন কুয়াশায় দেখতে না পেয়ে ঢাকাগামী শেরপুর চেম্বার অব কমার্সের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ সময় দুর্ঘটনাকবলিত বাসটির পেছনে আরও তিনটি বাস ধাক্কা দেয়।

এতে কমপক্ষে ৩০ জন আহত হন। নিহত হন শেরপুর চেম্বার অব কমার্স পরিবহনের এক হেলপার। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রোডের একপাশে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রাস্তার পাশে অবৈধ বালু ব্যবসা ও ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল