দেশে ভোটার ১০ কোটি ৯৬ লাখ ৬১৮৭

দেশে ভোটার ১০ কোটি ৯৬ লাখ ৬১৮৭

অনলাইন ডেস্ক

দেশে মোট ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন। ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আজ সোমবার (২০ জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন, নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন। হিজড়া ভোটার আছেন ৩৫৩ জন।

খসড়া তালিকা নিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম বলেন, তথ্য সংগ্রহের পর দেশে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৯৬ লাখ ৬  হাজার ১৮৭ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৫৩  লাখ ২৫ হাজার ২৯২ জন, নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন এবং হিজড়া ৩৫৩ জন রয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর