'পাকিস্তান সফরে খুব বাজে আতিথেয়তা পেয়েছি'

'পাকিস্তান সফরে খুব বাজে আতিথেয়তা পেয়েছি'

অনলাইন ডেস্ক

বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, পাকিস্তান সফরে খুব বাজে আতিথেয়তা পেয়েছেন। কোচের এমন মন্তব্যে যে কেউ হতবাক হয়ে যাওয়ার কথা।

কেননা মাহমুদউল্লাহদের প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি দিচ্ছে পিসিবি। টাইগারদের নিরাপত্তায় ১০ হাজার অস্ত্রে সজ্জিত সেনা মোতায়েন করেছে তারা।

এ মুহূর্তে নিরাপত্তার চাদরে ঢেকে আছে লাহোর। এদিকে আতিথেয়তার কোনো কমতিও রাখছে না পাকিস্তান। নিরাপত্তা ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন টাইগাররা। সে কথা স্বীকারও করেছেন বাংলাদেশ দলনায়ক মাহমুদউল্লাহ।

তবে কোচের মুখে কেন উল্টোটাই শোনা গেল। সিরিজ হারের পর কি এভাবে ক্ষোভ উগড়ে দিলেন কোচ ডমিঙ্গো!

কখনওই নয়; জানা গেল তিনি রসিকতা করেছেন বিষয়টি নিয়ে।

মাঠের বাইরে যতই নিরাপত্তা আর অতিথিপরায়ণতা দেখাক, মাঠে যে চুল পরিমাণ ছাড় দেয়নি পাকিস্তান সে কথাই জানাতে এভাবে রসিকতা করলেন ডমিঙ্গো।

টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় আগামীকাল সোমবার জিততে না পারলে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল