কোন দেশে কতজন করোনাভাইরাসে আক্রান্ত

কোন দেশে কতজন করোনাভাইরাসে আক্রান্ত

অনলাইন ডেস্ক

বর্তমান সময়ে বিশ্ব উৎকণ্ঠিত করোনাভাইরাস নিয়ে। চীনের এখন পর্যন্ত এ রোগে ৫৬ জন মারা গেছেন। এ ছাড়াও অস্ট্রেলিয়া, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে বলে দেশগুলো নিশ্চিত করেছে।

গত ডিসেম্বর চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে।

প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।  
যে সব দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগী সন্দেহ করা হচ্ছে বা নিশ্চিত হওয়া গেছে সে সব দেশের নাম ও সংখ্যা আজ (রোববার) পর্যন্ত হালনাগাদ তথ্য দেওয়া হলো-

১. চীন – ১৩০০ জন

২. ফ্রান্স – ৩ জন

৩. জাপান – ৩ জন

৪. অস্ট্রেলিয়া – ১ জন

৫. মালয়েশিয়া – ১ জন

৬. নেপাল – ১ জন

৭. সিঙ্গাপুর – ৩ জন

৮. দক্ষিণ কোরিয়া- ২ জন

৯. তাইওয়ান – ৩ জন

১০. থাইল্যান্ড : ২ জন

১১. ইউএসএ : ২ জন

১২. ভিয়েতনাম – ২ জন

১৩. ভারত :১১ জন

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর