জেনে নিন মাস্ক ব্যবহারের নিয়ম

জেনে নিন মাস্ক ব্যবহারের নিয়ম

অনলাইন ডেস্ক

চীনে এ পর্যন্ত অন্তত ১০ হাজার ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৩ জন। চীন বাদেও একাধিক দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এমতাবস্থায় চীন ভ্রমণে ও দেশে চীনফেরত ব্যক্তিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে অন্যান্য দেশগুলো।

শুধু তা-ই নয়, চীনে ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশ। এমতাবস্থায় কার্যত পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গণপ্রজাতন্ত্র চীন।

বাংলাদেশে এখন পর্যন্ত এ ভাইরাসের সংক্রমণ দেখা যায়নি। তবে বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়ায় আমাদেরও সচেতন হওয়া প্রয়োজন।

কারণ ভাইরাসটি বাতাসের মাধ্যমে ছড়ায় এবং এর কোনো টিকা বা প্রতিশেধক আবিষ্কার হয়নি। এজন্য প্রতিরোধে হতে পারে নিজেকে রক্ষার উপায়।

এ ভাইরাস প্রতিরোধে আমাদের মাস্ক ব্যবহারের অভ্যাস করতে হবে। কিন্তু আমরা অনেকে মাস্ক ব্যবহার করলেও এর সঠিক নিয়ম জানি না।

বাজারে অনেক ধরনের মাস্ক পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে সহজলভ্য এবং বেশি পাওয়া যায় সার্জিকাল মাস্ক।

এ মাস্ক ব্যবহারের নিয়ম-
সার্জিকাল মাস্ক একবার ব্যবহার করে ফেলে দিতে হবে। এটি ব্যবহারের নির্দিষ্ট নিয়ম রয়েছে। সার্জিক্যাল মাস্কের দুটি অংশ থাকে। এক পাশ রঙ্গীন, আরেক পাস সাদা। মাস্কের ফিল্টার অর্থাৎ যেটা বাতাস পরিশোধন করে সেটা সাদা অংশ।

যদি আপনি ভাইরাস আক্রান্ত হন অথবা সর্দি-কাশি, জ্বরে ভোগেন তাহলে মাস্কের রঙ্গিন অংশটি বাইরে রাখতে হবে।
এতে আপনার শ্বাস-প্রশ্বাস ভেতর থেকে ফিল্টার হয়ে বাইরে যাবে।

অন্যদিকে আপনি যদি সুস্থ থাকেন তাহলে সাদা অংশটি বাইরে রাখবেন। এতে বাইরের দূষিত বাতাস ফিল্টার হয়ে আপনার ভেতরে ঢুকবে। ফলে সংক্রমণ এড়ানো যাবে।

এককথায় অসুস্থ হলে রঙ্গিন অংশ বাইরে আর সুস্থ থাকলে সাদা অংশ বাইরে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর