করোনা আতঙ্কে ৪ দেশের ভিসা বাতিল করেছে ভারত

করোনা আতঙ্কে ৪ দেশের ভিসা বাতিল করেছে ভারত

অনলাইন ডেস্ক

চীনে সৃষ্ট করোনা ভাইরাস নিয়ন্ত্রণে প্যারাসিট্যামলসহ ২৬ ধরনের ওষুধ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। সেই সঙ্গে ভাইরাস আতঙ্কে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপানের জন্য ভিসা বাতিল করেছে ভারত।

ভারতে মোট ছয়জনের করোনা ভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে আতঙ্কের কিছু নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে কভিড-১৯ নামের নতুন এ করোনা ভাইরাস। বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ১৫৮।

বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে এখন পর্যন্ত ৫০ হাজার ৬৯১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ২৭০। সেখানে মারা গেছে ২ হাজার ৯৮১ জন। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত ৫ হাজার ৩২৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৩১ জন।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর