বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাতে ১২০০ বার কোরআন খতম

বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাতে ১২০০ বার কোরআন খতম

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১২০০ বার কোরআন খতমের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সোমবার বিকেল থেকে জেলার ২৩৮১ জন এতিম ও হাফেজ কোরআন তেলওয়াত শুরু করেছেন। পরে আনুষ্ঠানিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে উম্মুক্তস্থানে জনসমাগম কমিয়ে আনা হয়েছে।

এর বদলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্ট ও মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা ও করোনা ভাইরাস থেকে দেশবাসীকে হেফাজতের লক্ষ্যে মসজিদ-মাদ্রাসা, এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল করা হচ্ছে।

এরই মধ্যে খুলনার পাইকগাছা, কয়রা, ফুলতলা, দিঘলিয়া, রূপসা, বটিয়াঘাটা, দাকোপ, ডুমুরিয়া ও তেরখাদায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কোরআন তেলাওয়াত শুরু করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টায় নগরীর পল্লী মঙ্গল হাফিজিয়া মাদ্রাসা ও ৭টায় তালিমুল মিল্লাত ফাযিল মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর