মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকে যাত্রীবহন: দোকানপাট বন্ধ

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকে যাত্রীবহন: দোকানপাট বন্ধ

অনলাইন ডেস্ক

মাদারীপুরের পুরো জেলায় কাঁচা বাজার, মুদি বাজার, ফার্মেসিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব দোকান। শিবচর উপজেলার সকল রাস্তা ঘাট ও বাজারগুলো এখন লোকশূন্য। তবে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকে যাত্রীবহন করতে দেখা গেছে।  

অন্যান্য অভ্যন্তরীণ রাস্তাঘাাট ও বাজারে কমে গেছে লোকজনের চলাফেরা।

 

শিবচর উপজেলার হোম কোয়ারেন্টাইনে থাকা এলাকায় খাবার পৌঁছে দিচ্ছে শিবচর জেলা প্রশাসন। এছাড়া জেলার অনেক এলাকার মানুষ সরকারের নির্দেশনা মেনে ঘরে অবস্থান করলেও তারা এখনও পায়নি সরকারের কোন সহযোগীতা। এতে বিপদে পরেছে স্বল্প আয়ের মানুষ।
এরই মধ্যে জেলায় এসেছে সেনাবাহিনী।

আজ বিকেল থেকে মাদারীপুর সদর ও কালকিনি উপজেলায় টহল দেয়া শুরু করবে।   

জেলা সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে মাদারীপুরে আইসোলেসনে আছে ৩ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ১ জন। বর্তমানে সর্বমোট ৩৩৮ জন হোম কোয়ারেন্টাইনে আছে। জেলায় এ পর্যন্ত মোট ৬৩৯ জনকে হোম কোয়ারেন্টাইন দেয়া হয়েছিল। তার মধ্যে ৩১৩ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল