আইসোলেশনে কিশোরীর মৃত্যু

আইসোলেশনে কিশোরীর মৃত্যু

অনলাইন ডেস্ক

সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার বয়স ১৬ বছর।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই কিশোরী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিল। তার মধ্যে করোনার কোনো লক্ষণ ছিল না।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান জানান, মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের একটি উপজেলা থেকে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার শ্বাসকষ্ট ও জ্বর ছিল। সেই সাথে তার সমস্ত শরীর ফোলা ছিল।

তারপর ডাক্তাররা এসে অক্সিজেন লাগান। এরপর দুপুর দেড়টার সে মারা যায়।

তিনি আরও বলেন, মেয়েটি বা তার পরিবারের কোনো বিদেশফেরত বা তাদের সংস্পর্শে আসার ইতিহাস পাওয়া যায়নি। দুই মাস আগে থেকেই তার শরীর অসুস্থ ছিল।

তার মৃত্যুকে স্বাভাবিক জানিয়েছেন ওসমানী হাসপাতালের পরিচালক।

তিনি বলেন, পরীক্ষার জন্য তার নমুনা রাখার প্রয়োজন নেই। তার দাফন ও জানাজা স্বাভাবিক নিয়মে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক আনিসুর রহমান বলেন, কিশোরির পরিবারের দেওয়া তথ্যমতে সে আগে থেকেই শাসকষ্টে ভুগছিল।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর