‘চীন মানুষের খাদ্য হিসেবে বাদুড়-কুকুর বিক্রি করছে’

‘চীন মানুষের খাদ্য হিসেবে বাদুড়-কুকুর বিক্রি করছে’

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ৪৭ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আর এতে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ১৯৭ জন। এ ব্যাপারে মুখ খুলেছেন ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।  

তিনি তার ফেসবুক পেজে লেখেন, মানুষ মরছে।

বিজ্ঞানীরা বলছেন, আমেরিকায় দেড় থেকে আড়াই লাখ লোক করোনা ভাইরাসে আক্রান্ত হবে। ভারতে আক্রান্তের সংখ্যা মে মাসের মাঝামাঝি হবে ১৩ লাখ। চীন বলেছিল বন্যপ্রাণির বাণিজ্য বন্ধ করবে। কোথায়? ফের তারা তাদের ‌‘ভেজা বাজার’ খুলে বসেছে, যেখানে মানুষের খাদ্য হিসেবে বিক্রি করছে বাদুড়, প্যাংগলিন, কুকুর ইত্যাদি।

লকডাউনে কেউ বেশিদিন থাকতে চাইছে না। অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে সুতরাং কাজকর্ম শুরু করতে হবে।

না, আশা নেই। মানুষ বোধহয় আর বয়স্ক মানুষের কথা ভাবতে চাইছে না। ইয়ং দিয়েই দুনিয়া চলবে। সুতরাং ইয়ং বেঁচে থাকলেই হলো।

মানব প্রজাতি বিশাল হুমকির মুখে। দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। কিন্তু, অবাক হয়ে দেখি মানুষের কোনও হেলদোল নেই। এখনও কিছু লোক হিন্দু-মুসলমান করছে। জীবনে ঘৃণাই যাদের সম্বল, তারা বোধহয় শিয়রে মৃত্যু এসে বসলেও ঘৃণা করতে থাকবে, কারণ এটি ছাড়া অন্য কিছু তারা সারা জীবনে শেখেনি।

(ফেসবুক থেকে সংগৃহীত)

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর