ঢামেকের আইসোলেশনে আরেক ব্যক্তির মৃত্যু

ঢামেকের আইসোলেশনে আরেক ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নিচতলায় আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ব্রেন স্ট্রোক জনিত কারণে সেখানে ভর্তি হন।

রোববার (০৫ এপ্রিল) দুপুরের দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়।

করোনার উপসর্গ থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

ঢামেকের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন জানান, প্রথমে ওই ব্যক্তি নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিল। পরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

ওই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় উল্লেখ করে তিনি আরও জানান, তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেটা পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট যদি নেগেটিভ হয় তাহলে স্বজনদের কাছে সাধারণভাবে মরদেহ হস্তান্তর করা হবে। আর যদি পজিটিভ হয় সে অনুযায়ী মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

নিহত ওই ব্যক্তির মেয়ে জানান, তার বাবাকে ব্রেন স্ট্রোক জনিত কারণে গতরাতে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পরে সেখান থেকে তাকে ওই ভবনের নিচতলায় আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর