দিনাজপুরে করোনায় প্রথম মৃত্যু

দিনাজপুরে করোনায় প্রথম মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হলো। মৃত ওই যুবকের বাড়ি সদর উপজেলায়। তার বয়স ২৯ বছর। সে বাড়ির পাশে একটি ইট ভাটায় কাজ করতো।

জেলায় করোনায় সনাক্ত হয় মোট ২২জন।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, আজ দিনাজপুরে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ২৩টি নমুনার ফলাফল আসে। এর মধ্যে নতুন একজন মৃত ব্যক্তির রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ আসে। মৃত ওই যুবক গত ১ মে শুক্রবার করোনা উপসর্গ নিয়ে হাসপাতাল
এসে মৃত্যু ঘটে।

পরে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ পিসিআর ল্যাব থেকে সেই নমুনার ফলাফল পজিটিভ পাওয়া যায়। মৃত ওই ব্যক্তি কারো সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে।

অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ির আশপাশ ও কর্মস্থল লকডাউন করার প্রস্তুতি চলছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর