চট্টগ্রামে আরও ১৬ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ১৬ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১০ জন হলো।

সোমবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদের মধ্যে ১২ জন চট্টগ্রাম নগরের এবং ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে ১৬ জন চট্টগ্রাম জেলার এবং অন্য ৬ জন অন্যান্য জেলার বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে চট্টগ্রামে চার উপজেলা পটিয়া, বাঁশখালী, লোহাগাড়া এবং সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় ১ জন করে রয়েছেন।

এছাড়া নগরের দামপাড়া পুলিশ লাইন, হালিশহর, এনায়েত বাজার, পাহাড়তলী এলাকায় ২ জন করে এবং উত্তর কাট্টলি, আকবরশাহ এলাকায় ১ করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।