সাভারে ৮ পোশাককর্মীর করোনা শনাক্ত, মোট ৪৪

সাভারে ৮ পোশাককর্মীর করোনা শনাক্ত, মোট ৪৪

অনলাইন ডেস্ক

সাভারে গত ২৪ ঘণ্টায় আরও আটজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই পোশাক শ্রমিক। এ নিয়ে এলাকাটিতে আক্রান্ত দাঁড়াল ৪৪ জনে। এর মধ্যে ২০ জন গার্মেন্ট কর্মী।

আক্রান্তে এমন ঘটনায়কে ‌‘স্বাভাবিক’ বলছেন সাভার উপজেলা কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নাজমুল হুদা।

জানা যায়, সাভার আশুলিয়ায় বিভিন্নস্থান থেকে গত ২৪ ঘণ্টায় ৪০ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাদের মধ্যে আটজন করোনা পজেটিভ এসেছে। তাদেরকে ইতোমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে।

এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে। সাভারে এখন পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয় ৬১৭টি। পজিটিভ শনাক্ত হয়েছে ৪৪ জন। এর মধ্যে পাঁচজন সুুস্থ হয়েছেন।

সাভারে আক্রান্ত ৪৪ জনের মধ্যে ২০ জন বিভিন্ন গার্মেন্ট কর্মী। একজন জন চিকিৎসক, একজন জন পিয়ন, এক জন ইন্টার্ন ম্যাটস, এক জন সবজি বিক্রেতা ও একজন মুদি দোকানদার, বাকিরা উপজেলার জনগণ।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল ‍হুদা জানান, আল্লাহর অশেষ কৃপায় এবং আপনাদের সকলের সহযোগিতায় সাভার উপজেলায় করোনা বিস্তার তুলনামূলকভাবে এখন পর্যন্ত স্বাভাবিক।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর