২৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল সারাহ্ সুপার

২৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল সারাহ্ সুপার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বসুন্ধরা এলপি গ্যাসের এক্সক্লুসিভ পরিবেশক সারাহ্ সুপার স্টোরের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও অস্বচ্ছল ২৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।  

শুক্রবার দুপুরে খুলনার পূর্ব রূপসায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে খাদ্য সহায়তা বিতরণ কাজের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন ও বিষ্ণু চক্রবর্তী উপস্থিত ছিলেন।

সারাহ্ সুপার স্টোরের পরিচালনা পর্ষদের সদস্য সাইদুর রহমান সাঈদ জানান, নৈহাটী ইউনিয়নের বাগমারা ও আশেপাশের গ্রামে করোনার প্রভাবে কর্মহীন ২৫০০ দুঃস্থ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

 

স্বেচ্ছাসেবী সংগঠন বাগমারা যুব কল্যাণ পরিষদের সহায়তায় বাড়িতে বাড়িতে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। একই সাথে সড়কে বিনামূল্যে যানবাহন জীবানুমুক্তকরণ কাজ শুরু হয়েছে ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল