টিকা ছাড়াই করোনা ঠেকাবে চীনের ওষুধ!
আসবে এ বছরই

টিকা ছাড়াই করোনা ঠেকাবে চীনের ওষুধ!

অনলাইন ডেস্ক

করোনা চিকিৎসায় নতুন ওষুধ উদ্ভাবন করেছে চীনের বিজ্ঞানীরা। তারা দাবি করেছেন, টিকা ছাড়াই করোনা মহামারি রুখে দেবে এ ওষুধ। ইতিমধ্যে প্রাণীর ওপর সফল পরীক্ষা চালানো এ ওষুধ নিয়ে চীনের পেকিং ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলেন, এ ওষুধ খেয়ে কভিড-১৯ রোগীরা অল্প সময়ে সুস্থ হয় উঠবেন। এমনকি সুস্থ হওয়ার পর কিছুদিনের জন্য করোনা ভাইরাস তাদের নতুন করে আক্রান্ত করতে পারবে না।

তাদের মধ্যে সুরক্ষা তৈরি হবে।

ওষুধটিতে ব্যবহার করা হয়েছে ভাইরাস নিষ্ক্রিয়করণ এন্টিবডি। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ৬০ জন রোগীর রক্ত থেকে এ এন্টিবডি সংগ্রহ করা হয়। এসব রোগী যখন করোনায় আক্রান্ত হন তখন তাদের দেহের কোষগুলোকে সুস্থ করার জন্য শরীরে এ এন্টিবডি তৈরী হয়।

বিশ্ববিদ্যালয়ের বেইজিং অ্যাডভান্সড উদ্ভাবন সেন্টারের পরিচালক সান্নে ঝি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রাণীর ওপর পরীক্ষায় ওষুধটি সফলতা দেখিয়েছে। আমরা যখন একটি ইঁদুরকে ভাইরাস নিষ্ক্রিয়করণ এ এন্টিবডি প্রয়োগ করি, পাঁচদিনের মাথায় তার অসুস্থতা অনেকটাই কমে যায়। ’ গত রোববার সায়েন্টিফিক জার্নাল সেল ম্যাগাজিনে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়, করোনা থেকে সুস্থতায় এটি একটি সম্ভাব্য এন্টিবডি, এতে সুস্থতার সময়ও অনেক কমে আসে।  

সান্নে ঝি জানান, এ বছরের শেষ নাগাদ ওষুধটি ব্যবহারের জন্য প্রস্তুত করা সম্ভব হবে। ইতিমধ্যে মানুষের ওপর ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশেও আমরা এর পরীক্ষা চালাব। গত সপ্তাহে একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনার জন্য ইতিমধ্যে পাঁচটি টিকা চীনে মানুষের ওপর পরীক্ষার পর্যায়ে আছে।

সূত্র: এএফপি 

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল