মৃত ২২ জনের মধ্যে ঢাকায় ১০, চট্টগ্রামে ৮

মৃত ২২ জনের মধ্যে ঢাকায় ১০, চট্টগ্রামে ৮

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে আটজন সিলেট বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজন। ঢাকার মধ্যে ঢাকা শহরে আটজন, অন্য জেলায় একজন নারায়ণগঞ্জে একজন। চট্টগ্রাম শহরে চারজন, কক্সবাজারে একজন এবং চাঁদপুরে তিনজন। ময়মনসিংহে একজন।

সিলেট শহরে একজন এবং অন্য জেলায় দুজন।  

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়।

সেখানে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

মৃতদের ব্যাপারে তিনি জানান, মৃত ২২ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন, বাড়িতে ৫ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে একজনকে।

মৃতদের বয়স বিশ্লেষণে নাসিমা সুলতানা বলেন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন। তাদের মধ্যে পুরুষ নয়জন। ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন। ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন। ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর