এক মাছের বাজারেই শনাক্ত ১১ করোনা রোগী

এক মাছের বাজারেই শনাক্ত ১১ করোনা রোগী

অনলাইন ডেস্ক

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্য থেকে এক মাছের বাজারেই ১১ জনের শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র জানায়, এ নিয়ে জেলায় ১৬৮ জন সংক্রমিত হলেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন।

অন্যরা চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলার ১২ জন, শাজাহানপুর উপজেলার পাঁচজন, শেরপুর উপজেলার তিনজন, গাবতলী উপজেলার দুজন এবং কাহালু,  দুপচাঁচিয়া ও সোনাতলা উপজেলায় একজন করে রয়েছেন।

গতকাল শনিবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে বগুড়া শহরের চাষী বাজারে একটি মাছের আড়তে কর্মরত ১১ জন রয়েছেন।

সদরের ১২ জনই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন আরও জানান, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ১৮৮ নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ১৬৩টির মধ্যে ২৫ জন পজিটিভ, জয়পুরহাটের ২৪টির মধ্যে চারজন পজিটিভ, সিরাজগঞ্জের একজন নেগেটিভ পাওয়া গেছে।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রয়োজন হলে তাদেরকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর