করোনায় খাদ্য কর্মকর্তার মৃত্যু, খাদ্যমন্ত্রীর শোক

করোনায় খাদ্য কর্মকর্তার মৃত্যু, খাদ্যমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক

বিসিএস খাদ্য ক্যাডারের ১৮তম ব্যাচের ক্যাডার কর্মকর্তা উৎপল হাসান আর নেই। তিনি ঢাকা রেশনিং-এর প্রধান নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন। গত সোমবার রাতে করোনা আক্রান্ত অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

উৎপল হাসান ঢাকায় আজিমপুর কলোনীর বাসিন্দা ছিলেন।

উৎপল হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শোকবার্তায় মন্ত্রী বলেন, তার মৃত্যুতে খাদ্য বিভাগ একজন সৎ, অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা হারাল। উৎপল হাসানের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান মন্ত্রী।

গত মঙ্গলবার সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে  বিসিএস ফুড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিসিএস ফুড অ্যাসোসিয়েশনের শোকবার্তায় বলা হয়েছে, তার করোনা শনাক্ত হয়েছিল। পাশাপাশি শারীরিক আরো কিছু জটিলতায় ভুগছিলেন উৎপল। তার দীর্ঘ কর্মজীবনের কথা খাদ্য অধিদপ্তর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণে রাখবে। সংগঠনের পক্ষ থেকে মৃতের পরিবারের প্রতিও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল