খুলনায় করোনা চিকিৎসায় অক্সিজেন ব্যাংক চালু

খুলনায় করোনা চিকিৎসায় অক্সিজেন ব্যাংক চালু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় করোনা আক্রান্ত অসহায় রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা ও ঔষধ সরবরাহের লক্ষ্যে বেসরকারি উদ্যোগে বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র শেখ সোহেলের নামে অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক অক্সিজেন ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। রোটারি অব খুলনা প্যারাগণের উদ্যোগে ও জেলা পরিষদের সহায়তায় এ অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে।  

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ জানান, করোনাকালীন সময় অক্সিজেনের তীব্র সংকট রয়েছে।

খুলনায় করোনা আক্রান্ত অসহায় যারা অক্সিজেন সংকটে ভুগছেন বা প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছে না, তাদেরকে বিনামূল্যে অক্সিজেন ও ওষুধ সরবরাহ করা হবে। এজন্য অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, ফ্লোমিটার ক্যানোলা প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে অসহায় রোগীদের জন্য লকডাউন চলাকালীন জরুরি নিত্যপ্রয়োজনীয় সমগ্রী বিনামূল্যে বিতরণ করা হবে।  
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, রোটারি অব খুলনা প্যারাগণের সভাপতি ডা. সুবেদ মন্ডল, শেখ আবু হানিফ, মহিদুল ইসলাম টুটুল, আশিষ দে, মো. ফরহাদ আহমেদ।
জুম অ্যাপের মাধ্যমে যুক্ত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট বাংলাদেশের গভর্নর মো. রুবায়েত হোসেন।  

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ