পাথরঘাটা থেকে হরিণের চামড়া উদ্ধার

পাথরঘাটা থেকে হরিণের চামড়া উদ্ধার

অনলাইন ডেস্ক

বরগুনার পাথরঘাটার বাদুরতলা এলাকা থেকে হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে কোস্টগার্ডের নিয়মিত টহলের সময় বাদুরতলা খালের পাড় দিয়ে ব্যাগ হাতে এক ব্যাক্তিকে যেতে দেখে তাকে দাঁড়ানোর জন্য বলা হয়। তাদের দেখে লোকটি  ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়।

কোস্টগার্ড ক্যাম্প কমান্ডার মেহেদি হাসান জানান, কোস্টগার্ড সদস্যরা সেই পথচারীর ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে জাম্বুরার নিচে ভাঁজ করে রাখা সাড়ে ৪ ফুট দৈর্ঘ্য মাপের ৩টি হরিণের তাজা চামড়া উদ্ধার করে।

আজ সকাল ১০টায় বনবিভাগের নিকট কোস্টগার্ড হরিণের চামড়া ৩টি হস্তান্তর করেছে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ