বাজেট বাস্তবায়নে সক্ষমতা বাড়ছে খুসিকের

বাজেট বাস্তবায়নে সক্ষমতা বাড়ছে খুসিকের

নিজস্ব প্রতিবেদক

বাজেট বাস্তবায়নে সক্ষমতা বাড়ছে খুলনা সিটি করপোরেশনের (খুসিক)। ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন তহবিলে সরকারি অনুদান পাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৬৭ দশমিক ৩২ শতাংশ। যা ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় ২০ দশমিক ৪২ শতাংশ বেশি।

বিশ্লেষকরা বলছেন, বাজেট বাস্তবায়নে দক্ষ জনবল নিয়োগ, তত্ত্বাবধায়ক ও মনিটরিং জোরদার করা প্রয়োজন।

২০১৯-২০ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৮৬৫ কোটি ৫৪ লাখ টাকা। বাস্তবায়ন হয় ৫৮২ কোটি ৭১ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৬৭ দশমিক ৩২ শতাংশ। বাস্তবায়নের হার বেড়েছে ২০ দশমিক ৪২ শতাংশ।

তবে করোনা পরিস্থিতিতে আগামী ২০২০-২১ অর্থবছরে কেসিসির বাজেটের আকার প্রায় তিনশ’ কোটি টাকা কমিয়ে ৫০৪ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা  করেছে সিটি মেয়র ।

বিশ্লেষকরা বলছেন, বাজেটের আকার কমলেও তা’ বাস্তবায়নে দক্ষ জনবল নিয়োগ, তত্ত্বাবধায়ক ও মনিটরিং জোরদার করা প্রয়োজন।

খুলনা সিটি করপোরেশনের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেবে সংশ্লিস্টরা  এমন প্রত্যাশা নগরবাসীর।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম