সংস্কারের অভাবে দোয়ারিয়া বেইলী সেতুটি ঝুঁকিপূর্ণ

সংস্কারের অভাবে দোয়ারিয়া বেইলী সেতুটি ঝুঁকিপূর্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

সংস্কারের অভাবে কিশোরগঞ্জের দোয়ারিয়া বেইলী সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কার না করায় অধিকাংশ পাটাতনের জোড়া খুলে গেছে। এতে যানবাহন পারাপারের সেতু কেঁপে ওঠে। এ অবস্থায় যে কোন সময় বড় ধরনের দুঘর্টনার আশঙ্কায় তারা।

  

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা থেকে সড়কপথে যাতায়তের অন্যতম সড়ক হলো কুলিয়ারচর-দাড়িয়াকান্দি সড়ক। এ সড়কপথের দোয়ারিয়া এলাকায় ১৯৮৮ সালে ৫০ লাখ টাকা ব্যয়ে একটি বেইলী সেতু নির্মাণ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ৩২ বছরে সেতুটি সংস্কার না করায় অধিকাংশ পাটাতনের জোড়া খুলে গেছে। ফলে যানবাহন পারাপারের সময় শব্দ বেশি হয়  ও  সেতু কেঁপে ওঠে।

এ কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। যে কোন সময় বড় ধরনের দুঘর্টনার আশঙ্কায় তারা।  
 
দ্রুত এ সেতু সংস্কারের দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধি।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল