শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ

বেলাল রিজভী, মাদারীপুর

সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পদ্মা নদীতে নাব্যতা সংকট, তীব্র স্রোত ও পদ্মাসেতুর নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে। এ কারণে ঘাটে পরিবহনের দীর্ঘ সারি। ঘাটে আটকে পড়েছে শতাধিক পন্যবাহী ট্রাক।

যাত্রীবাহী পরিবহন নিয়ে বিপাকে পড়েছে চালকরা।

ঘাট কর্তৃপক্ষ জানান, পদ্মা নদীতে নাব্যতা সংকট, তীব্র স্রোত ও পদ্মাসেতুর নিরাপত্তাজনিত কারণে রাতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এই নৌরুটে সন্ধ্যার পর ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। এছাড়া মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে।

মূলত নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।  
যাত্রী ও পরিবহন চালকরা জানান, ফেরি চলাচল সীমিত করায় ঘাটে দূর্ভোগের সৃষ্টি হয়েছে। প্রায় শতাধিক পন্যবাহী ট্রাক ও পরিবহন আটকে পড়েছে। পরিবহনের যাত্রীরা ঘাটে এসে পড়েছে বিপাকে। পরিবার পরিজন নিয়ে পারাপারের অপেক্ষায় রয়েছে।
কাঠালবাড়ী ঘাট ব্যবস্থাপক আলিম মিয়া জানান,তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এই নৌরুটে বর্তমানে ৫টি ফেরি চলাচল করছে।  

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর