অর্থ আত্মসাত: চট্টগ্রাম জিপিওর ২ কর্মকর্তাকে থানায় সোপর্দ

অর্থ আত্মসাত: চট্টগ্রাম জিপিওর ২ কর্মকর্তাকে থানায় সোপর্দ

 

নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রাম

ডাক সঞ্চয়পত্রের ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে। দুই ডাক কর্মকর্তার মধ্যে একজন হলেন সহকারী পোস্ট মাস্টার সারওয়ার আলম ও কাউন্টার অপারেটর নুর মোহাম্মদ। তবে এ দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণও পেয়েছে ডাক বিভাগের অডিট বিভাগ। বর্তমানে এ ঘটনার তদন্ত করছে দুদক।

অভিযোগ রয়েছে, চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার সারওয়ার আলম ও কাউন্টার অপারেটর নুর মোহাম্মদ তিন গ্রাহককে সহায়তার কথা বলে হাতিয়ে নিয়েছে ৪৫ লক্ষ টাকা। এমনকি গ্রাহকদের টাকা জমা দেয়ার ভুয়া রশিদও দিয়েছেন তারা এমনটাই জানিয়েছেন, জিপিও চট্টগ্রাম সার্কেল সিনিয়র পোস্ট মাস্টার ড. মো নিজাম উদ্দিন।

ডাক বিভাগের নিজস্ব অডিটে টাকা আত্মসাতের বিষয়টি প্রকাশ হওয়ার পর গেল বৃহস্পতিবার ডাক বিভাগ কর্তৃপক্ষ ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে  অভিযোগ দায়ের করে কোতোয়ালী থানায় সোপর্দ করে। পরে ডাক বিভাগের করা জিডি এজাহার হিসেবে গ্রহণ করে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বর্তমানে তারা কারাগারে রয়েছেন বলে জানান সিএমপির উপ-পরিচালক এস এম মেহেদী হাসান।

জিপিও চট্টগ্রাম সার্কেল সিনিয়র পোস্ট মাস্টার ড. মো নিজাম উদ্দিন জানান, এ ঘটনার তদন্ত এখনও অব্যাহত রয়েছে। এদিকে আদালতের নির্দেশে এ ঘটনার তদন্ত শুরু করেছে দুদক। সুশীল সমাজের প্রতিনিধিরা এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ