গাড়িতে উঠিয়ে দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে চিকিৎসককে গণধর্ষণ

গাড়িতে উঠিয়ে দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে চিকিৎসককে গণধর্ষণ

শফিকুল ইসলাম শামীম, রাজবাড়ী

রাজবাড়ীতে এক চিকিৎসক যাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার। বুধবার সকালে এই আদেশ দেন তিনি।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রানা মোল্লা, মামুন মোল্লা, হান্নান সরদার। এদের তিনজনের বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলা এলাকায়।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজবাড়ী হয়ে ফরিদপুর যাবার পথে গোয়ালন্দ মোড় এসে নামেন এবং ফরিদপুরে যাওয়ার গাড়ি খুঁজতে থাকেন।

এ সময় এক অটোরিকশা চালক তাকে বলেন, এখান থেকে ফরিদপুরের গাড়ি পাওয়া যাবে না। আমার অটোতে ওঠেন শিবরামপুর গেলে ফরিদপুরের গাড়িতে উঠিয়ে দেব। সে সময় তিনি ওই অটোরিক্সায় ওঠেন।

অটোরিক্সায় চালক ছাড়াও আরো দুজন যুবক বসা ছিল। এরপর গোয়ালন্দ মোড়-শিবরামপুরের মাঝামাঝি নির্জন জায়গায় অটোটি দাঁড় করিয়ে চালকসহ তিনজন এবং অজ্ঞাতনামা আরো ৩/৪ জন রাস্তার পাশে নিয়ে তাকে ধর্ষণ করে। ওই সময় তিনি চিৎকার শুরু করেন। এক পর্যায়ে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে যুবকরা অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।

পরে ২৫ ফেব্রুয়ারি ওই চিকিৎসক নিজেই বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর