রাজধানীতে বিদ্যুৎস্পৃস্টে লাইনম্যানের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃস্টে লাইনম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরুল ইসলাম (৪০) নামের এক লাইনম্যান মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুরের শাহারাস্তী উপজেলার সংখাই গ্রামের আবুল বাশারের ছেলে জহিরুল। বর্তমানে পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় মেসে থাকতেন।

 

তিনি ঢাকা পাওয়ার সাপ্লাই ডিস্ট্রিবিউশন কোম্পারি (ডিপিডিসি) সহকারী লাইনম্যান হিসেবে কাজ করতেন।

জহিরুলের সহকর্মী ওবায়দুল জানান, শাহবাগ থানার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রমনা চাইনিজের বিপরীত পাশের সাব-স্টেশন, সড়ক ভবন মসজিদের কোণায় রাস্তার পাশে বিদ্যুতের কাজ করছিলেন জহিরুল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম