উচ্চতর তদন্ত কমিটি গঠন করুন: শামীম ওসমান

উচ্চতর তদন্ত কমিটি গঠন করুন: শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, শুধু গ্যাস লিকেজ থেকে এতো বড় দুর্ঘটনা হওয়া সম্ভব নয়।

তিনি বলেন, মসজিদে বিষ্ফোরণের পেছনে অন্য কোন ঘটনা রয়েছে কিনা তা উদঘাটন করতে উচ্চতর তদন্ত কমিটি গঠন করতে হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর)  দুপুর দেড়টায় ঘটনাস্থল মসজিদে হাজির হয়ে গণমাধ্যমকর্মীদের সামনে এই বক্তব্য দেন তিনি।

শামীম ওসমান বলেন, বিষয়টির কোন স্বাভাবিক তদন্ত করে ছেড়ে দিলে হবে না।

  ঘটনাটি গ্যাস লিকেজ বা এসি বিস্ফোরণ থেকে হয়েছে এরকম বলেই শেষ করে দিলে চলবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান আরও বলেন, বিস্ফোরণের ঘটনায় নাশকতার আশঙ্কা প্রকাশ করছি। তবে আমি বিশেষজ্ঞ নই। এ বিষয়ে বিশেষজ্ঞ রয়েছে, তারা তদন্ত করবে।

আমার স্বাভাবিক কমনসেন্স বলে এসি সাধারণত ভেতরের দিকে বিস্ফোরণ হয় না। বাইরে যে কম্প্রেসার আছে সেটি বিস্ফোরণ হওয়ার কথা।  

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। দগ্ধ অবস্থায় ৩৭ জনকে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দগ্ধ ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এ ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন ২৫ জন এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।



আরও পড়ুন:

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১২ 


নিউজ টোয়েন্টিফোর/নাজিম