ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি

ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি

মৌ খন্দকার

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছে চিকিৎসকরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) তার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন নিউরো সার্জন জাহেদ হোসেন।  

এসময় তিনি আরও জানান, ইউএনও ওয়াহিদার ডান পাশ এখনো অবশ অবস্থায় রয়েছে। নিয়মিতভাবে ফিজিওথেরাপী দেয়া হচ্ছে।

তবে তার অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে আইসিইউ থেকে এইচডিইউতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।


আরও পড়ুন: 

ওয়াহিদাকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী


এর আগে গত বুধবার গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইউএনওর সরকারি বাসায় ঢুকে ওয়াহিদা ও তাঁর বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীকে (৭০) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওয়াহিদার অবস্থার অবনতি হওয়ায় বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।

ওয়াহিদার বাবা রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ