ইসরায়েল-আমিরাত ইরানবিরোধী জোট গঠনে সম্মত দাবি পম্পেও’র

ইসরায়েল-আমিরাত ইরানবিরোধী জোট গঠনে সম্মত দাবি পম্পেও’র

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত ইরানবিরোধী জোট গঠন করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রোববার ওয়াশিংটনের এক বক্তব্যে নিজেদের ইরানবিরোধী অবস্থান ঘোষণা করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

পম্পেও জানান, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড়ধরণের হুমকি তেহরান। আর সেই হুমকি যাতে কোনো দেশের ক্ষতির কারণ না হয় তা নিশ্চিত করতে আবুধাবি ও তেলআবিব নিজেদের সম্পর্ককে আরও বেশি শক্তিশালী করতে সম্মত হয়েছে।

এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে এক টুইটবার্তায় আখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।


আরও পড়ুন:

জাপানে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হেইশেন


গেল ১৩ আগস্ট মার্কিন মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। এদিকে, গেল রোববার ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তুলেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর