‘ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি নয়’

‘ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি নয়’

অনলাইন ডেস্ক

সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ।

সোমবার ( ৭ সেপ্টেম্বর) তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেলিফোনালাপে সৌদি আরবের এ নীতি-অবস্থানের কথা জানান।

রাজা সালমান বলেন, যতক্ষণ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। সৌদি রাজা দাবি করেন, তার দেশ ফিলিস্তিন সংকটের একটি ন্যায়সঙ্গত ও টেকসই সমাধান চায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর থেকে ডোনাল্ড ট্রাম্প কুদস দখলদার ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে এসেছেন। সে প্রচেষ্টাকে সফল করে গত ১৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন  করার ঘোষণা দেয়।

বিশ্বের বহু মুসলিম দেশ ও ফিলিস্তিনের সংগ্রামী সংগঠনগুলো আরব আমিরাতের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে।


আরও পড়ুন: শুধু ভারতের হাতেই আছে এই ভয়ঙ্কর মিসাইল


 

নিউজ টোয়েন্টিফোর/নাজিম