লঙ্কা দূর্গে গতির ঝড় তোলতে প্রস্তুত এবাদত হোসেন

লঙ্কা দূর্গে গতির ঝড় তোলতে প্রস্তুত এবাদত হোসেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন বন্ধ থাকলেও দেশের অন্যান্য ভেন্যুগুলোতে চলছে খেলোয়াড়দের প্রস্তুতি। শ্রীলঙ্কা সফরকে টার্গেট করেই ঝালিয়ে নিচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা। লঙ্কা দূর্গে গতির ঝড় তুলতে প্রস্তুত হচ্ছেন এবাদত হোসেনও।

জাতীয় দলের জার্সিতে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি খেলা হয়নি এখনো পেসার এবাদতের।

তবে ২০১৯ সালে অভিষেকের পর নেমেছেন ৬ টেস্টে।  

তবে যে ক’বার সুযোগ মিলেছে দেখাতে পারেননি দাপুটে বোলিং। ৭ ইনিংসে উইকেট মোটে ৬টি। তারপরও নির্বাচকদের নজরে থাকেন এই পেসার।

সামনেই টাইগারদের লঙ্কা সফর। ব্যক্তিগত পর্যায়ের অনুশীলনে প্রস্তুত করছেন নিজেকে। আরো একবার সুযোগের অপেক্ষায় থাকা এবাদত প্রত্যয়ী সেরাটা দিতে।

করোনাকালে থমকে ছিলো ক্রীড়াঙ্গন। যুক্ত হয়েছে নিত্যনতুন নিয়ম। খেলা বন্ধ থাকায় বোর্ডের যে আর্থিক ক্ষতি তা ভারতের মত বড় দেশগুলোর চেয়েও কোন অংশে কম নয়।

লঙ্কা সফরে টাইগাররা খেলবে তিন টেস্ট। যা এবাদত হোসেনের মগজে মননে।  


 আরও পড়ুন: সীমাহীন ভোগান্তিতে ইভ্যালির গ্রাহকেরা


 

নিউজ টোয়েন্টিফোর/নাজিম