পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই
করোনা সংক্রমনের ৬ মাস

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই

হাসান পারভেজ

বাংলাদেশে করোনা সংক্রমণ শনাক্তের ৬ মাস পূর্ণ হলো আজ। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে সংক্রমণের হার কমে আসলেও, করোনা এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। ফলে বাংলাদেশ আছে দীর্ঘমেয়াদী সংক্রমণের ঝুঁকিতে। শীর্ষ সংক্রমিত দেশগুলোর তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ১৪তম।

জনস্বাস্থ্যবিদরা বলছেন, ভ্যাকসিন আসার আগে জনগণকে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে হবে।

গত বছরের শেষের দিকে চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর ধীরে ধীরে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস।


আরও পড়ুন:

 পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


ছয় মাস আগে গত ৮ ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়।

মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ দ্রুত ছড়াতে থাকে। জুন মাসে তা তীব্র আকার ধারণ করে। জুলাইয়ের শুরু থেকে পরীক্ষা কমানোয় নতুন রোগী শনাক্তের সংখ্যাও কমতে থাকে। কিছুদিন ধরে শনাক্তের হারও কিছুটা কমেছে। সবশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে সংক্রমণ সাড়ে ৩ লাখের কাছাকাছি এবং মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।

news24bd.tv

জনস্বাস্থ্যবিদরা শুরু থেকেই দিনে কমপক্ষে ২০ হাজার টেস্ট করার পরামর্শ দিলেও, টেস্ট ধীরে ধীরে কমেছে। এদিকে ঈদের পর সংক্রমণের হার কমতে শুরু করলেও, এখনও গড় সংক্রমনের হার প্রায় ২০ শতাংশ।

এদিকে দেশের অর্থনীতি সচল রাখতে সবকিছু স্বাভাবিক করছে সরকার। এমন বাস্তবতায় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর