৬০ টাকার পেঁয়াজ ছুঁয়েছে শতকের ঘর!

বাবু কামরুজ্জামান

লাগামহীন পেঁয়াজের বাজারে গুজব, আতঙ্ক আর দাম বাড়ানোর প্রতিযোগীতা। রাজধানীর কোনো কোনো বাজারে ঘণ্টার ব্যবধানেই দাম পাল্টেছে। ৬০ টাকা কেজি বিক্রি হওয়া পেঁয়াজ ছুঁয়েছে শতকের ঘর।  

কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের অভিযানের পর অনেক ব্যবসায়ী বন্ধ করে দেন পেঁয়াজ বিক্রি।

অসৎ ব্যবসায়ীদের কারসাজি আর সিন্ডিকেটের কারণেই বাজারে এমন নৈরাজ্য বলে অভিযোগ ভোক্তা সংগঠন ক্যাবের।

সোমবার আন্তর্জাতিক বাজারে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় ভারত। মুহূর্তেই এর প্রভাব ছড়িয়ে পড়ে বাংলাদেশের বাজারে।

১ দিন আগেও রাজধানীর কারওয়ান বাজারে ভারতীয় পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছিল ৪২ টাকা কেজি আর দেশি পেঁয়াজ ৬০ টাকায়।

মঙ্গলবার বেলা ১১ টা। রাতারাতি পাল্টে যায় সে চিত্র। কেজি প্রতি ২০ টাকা বাড়িয়ে দেশি পেঁয়াজ বিক্রি হয় ৮০ টাকায়। দুপুর বারোটার পর তা ৯০ টাকা এবং দুপুর ২ টার পর থেকে তা হয়ে যায় শত টাকা। যা নিয়ে তীব্র ক্ষোভ জানান, ব্যবসায়ীদের কাছে অসহায় ও জিম্মি ক্রেতারা।

আরও পড়ুন: 


কারসাজি বন্ধে পেঁয়াজের বাজারে অভিযান


আড়ৎদারদের কাছে এ নিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। পরিস্থিতি এমন যেন ভারতীয় পেঁয়াজের রপ্তানি বন্ধের সুযোগের অপেক্ষায় ছিলেন ব্যবসায়ীরা।

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযানে আসে ভোক্তা অধিদপ্তর। বাড়তি দাম ও মূল্য তালিকা না থাকার অভিযোগে জরিমানা করেন ৩টি আড়তে।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, পেঁয়াজের বাজারে এমন নৈরাজ্যের জন্য দায়ী অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট।

আরও পড়ুন: অবশেষে আনুষ্ঠানিকভাবেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত

ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর, তুরস্ক, চীনসহ অন্যান্য দেশও টন প্রতি পেঁয়াজের রফতানি মূল্য বাড়িয়েছে প্রায় ২শ ডলার।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর