হিলি স্থলবন্দর দিয়ে ঢুকে‌ছে পেঁয়াজ

হিলি স্থলবন্দর দিয়ে ঢুকে‌ছে পেঁয়াজ

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৬ দিন আট‌কে থাকার পর আজ বিকেল সোয়া তিনটায় ভারতীয় পেঁয়াজের ট্রাক ঢুকতে শুরু করেছে। ভারতের অভ্যন্তরে আটকে থাকা মাত্র ১৫টি ট্রাকে পেঁয়াজ আসার কথা র‌য়ে‌ছে।

এ‌দি‌কে হি‌লি স্থলবন্দরের আমদানি-রপ্তারিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ জানান, গত সপ্তাহের সোমবার থেকে ভারত এই বন্দরদিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।

news24bd.tv

তবে আজ শনিবার বিকেল থে‌কে ভারতে আটকে থাকা পেঁয়াজের কিছু গাড়ি ঢুকতে শুরু করেছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা প্রায় ১০ হাজার মেট্রিকটন ভারতীয় পেঁয়াজ এলসি করে‌ছে। যদি এই সব পেঁয়াজ না ঢোকে তবে বেশ লোকশানে পড়তে হবে বলে জানান এই ব্যবাসায়ী নেতা।

আরও পড়ুন: ‘পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীকে সেবাহিনীর খাদ্য সহায়তা’

তবে হি‌লি স্থলবন্দরের ওই প্রা‌ন্তে প্রায় দুইশটি ট্রাক আটকা প‌রে আ‌ছে। সেই সব পেঁয়া‌জের ট্রাক ফি‌রি‌য়ে আনার জন্য আমদানিকারকরা বি‌ভিন্নভা‌বে চাপ দি‌য়ে যা‌চ্ছেন।

এলসি করা পেঁয়াজ ভারত দেবে কিনা তা এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নেয়‌নি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর