খুলনায় ফুটপাত দখল করে ইট-বালুর জমজমাট ব্যবসা

খুলনায় ফুটপাত দখল করে ইট-বালুর জমজমাট ব্যবসা

সামছুজ্জামান শাহীন

খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে সড়ক ও ফুটপাত দখল করে ইট-বালুর অবৈধ ব্যবসা জমে উঠেছে। এছাড়া, সড়কের পাশে বাড়ি নির্মাণ সামগ্রী রাখায় চলাচলে বিঘ্ন ঘটছে। কয়েকটি স্থানে ফুটপাত দখল করেই গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। তবে, অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার কথা জানিয়েছে সিটি করপোরেশন।

news24bd.tv

খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাতে ফের মাথাচাড়া দিয়েছে অবৈধ দখলদাররা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশে ফুটপাত দখল করে চলছে হোটেল-রেঁস্তোরা, মটরসাইকেল বিক্রির শো-রুম ও ইট-বালুর ব্যবসা। এমনকি ফুটপাত দখল করে গড়ে উঠেছে ডায়গনস্টিক সেন্টার, কাপড় বিক্রির দোকান কিংবা স্টিলের মালামাল বা চা-পান বিক্রির দোকানও।


আরও পড়ুন: ভারতীয় সীমান্তে আটকে থাকা পেঁয়াজের ট্রাক আসা আবারো বন্ধ


ফুটপাত দখল হয়ে যাওয়ায় সড়কে নেমে চলাচল করছেন সাধারণ মানুষ।

এছাড়া, কেডিএ এভিনিউ, সাতরাস্তার মোড়, রয়েল মোড়ে ঘন্টার পর ঘন্টা ব্যক্তিগত গাড়ি ও পরিবহনের বাস রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে। এতে সড়কে যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হয়। প্রায়ই ঘটছে দুর্ঘটনাও।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, করোনার সময় কয়েকমাসে অভিযান না থাকায় ফুটপাতে অবৈধ দখল বেড়ে গেছে। দখলমুক্ত রাখতে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান।

খুলনা মহানগরীতে ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ