৬ মাস পর খুলল আগ্রার তাজমহল

৬ মাস পর খুলল আগ্রার তাজমহল

অনলাইন ডেস্ক

৬ মাস পর আজ সোমবার দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে আগ্রার তাজমহল। বৈশিক করোনার কারণে ছয় মাসের বেশি সময় বন্ধ ছিলো এই দুর্গ। স্থানীয় গণমাধ্যম এনডিটিভি’র অনলাইন প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীরা তাজমহল দর্শনের সুযোগ পাবেন।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে তাজমহল ও আগ্রা দুর্গ বন্ধ ছিল।

news24bd.tv

আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জানিয়েছে, সরকার যেসব স্বাস্থ্যবিধি জারি করেছে, তাজমহল ও আগ্রা দুর্গ পরিদর্শনের সময় তার সবকিছু মানতে হবে।

news24bd.tv

দিনে মাত্র পাঁচ হাজার দর্শনার্থী তাজমহল পরিদর্শন করতে পারবেন। তাজমহল পরিদর্শনে দর্শনার্থীদের জন্য দুটি শিফট করা হয়েছে।

প্রতি শিফটে আড়াই হাজার করে দর্শনার্থী ঢুকতে পারবেন।

news24bd.tv

অন্যদিকে, প্রতিদিন আগ্রা দুর্গ পরিদর্শন করতে পারবেন মোট আড়াই হাজার দর্শনার্থী।


আরও পড়ুন: ইউরোপজুড়ে হিজবুল্লাহর বিস্ফোরক মজুতের খবর ভিত্তিহীন: ফ্রান্স


আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সুপারিনটেনডেন্ট আর্কিওলজিস্ট বসন্ত কুমার স্বর্ণকার জানান, তাজমহলে ঢোকার জন্য অনলাইনে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার বন্ধ থাকবে। তাজমহলে ঢোকার ক্ষেত্রে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে।

প্রতিবছর প্রায় ৭০ লাখ দর্শনার্থী তাজমহল পরিদর্শন করেন। এই দর্শনার্থীদের বেশির ভাগই বিদেশি পর্যটক। অন্যদিকে, প্রতিবছর প্রায় ৩০ লাখ দর্শনার্থী আগ্রা দুর্গ পরিদর্শন করেন।

news24bd.tv সুরুজ আহমেদ