সৌদিতে শিশুশিক্ষা থেকেই ইংরেজি-বিজ্ঞান-গণিতকে বিশেষ গুরুত্ব

সৌদিতে শিশুশিক্ষা থেকেই ইংরেজি-বিজ্ঞান-গণিতকে বিশেষ গুরুত্ব

অনলাইন ডেস্ক

সৌদি আরবের প্রাইমারি স্কুলগুলোতে ইংরেজি, বিজ্ঞান ও গণিতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। এজন্য শিশুদের পাঠ্যক্রমে আগামী শিক্ষাবর্ষ থেকে যুক্ত হচ্ছে পাঁচটি কোর্স।

রোববার সৌদি শিক্ষামন্ত্রী হামাদ বিন মোহাম্মেদ আল-আশেইখ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বলেন, শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষাক্রমে কিছু পরিবর্তন আনা হচ্ছে। যাতে দেশের ভবিষ্যৎ নাগরিকরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এবং আন্তর্জাতিক মাধ্যমে প্রতিযোগিতা করতে পারে।

‘উচ্চশিক্ষার জন্য সাধারণ শিক্ষা গুরুত্বপূর্ণ। মাধ্যমিক শিক্ষায় উন্নয়ন না ঘটিয়ে কোনোভাবেই উচ্চশিক্ষায় উন্নতি ঘটানো সম্ভব নয়’।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর