‘আবজাল, কিংবা ড্রাইভার মালেক এই দুর্নীতির চুনোপুটি’

‘আবজাল, কিংবা ড্রাইভার মালেক এই দুর্নীতির চুনোপুটি’

আশিকুর রহমান শ্রাবণ

আবজাল, কিংবা ড্রাইভার মালেক এই দুর্নীতির চুনোপুটি। রাঘব বোয়ালরা আছে আরও ওপরের স্তরে। একই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলছেন, দুর্নীতির এই দায় কোনোভাবেই এড়াতে পারে না স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রয়োজন চুনোপুটিদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি, তাদের পৃষ্ঠপোষক রুই-কালতাদের অনুসন্ধানের আওতায় আনা।

আবারো আলোচনায়, স্বাস্থ্যখাত। এবার, শতকোটির মালিক, গাড়ি চালকের খবর। তৃতীয় শ্রেণির কর্মচারী আব্দুল মালেক ওরফে বাদল, মাত্র ২৪টি ফ্ল্যাটের মালিক। আছে নির্মাণাধীন ১০ তলাও।

আরও পড়ুন: ‘আবজাল, কিংবা ড্রাইভার মালেক এই দুর্নীতির চুনোপুটি’

কদিন আগে, আবজাল দম্পতি দিয়ে, সমালোচনার তুঙ্গে ছিল স্বাস্থ্য অধিদপ্তর।

দুদকের অভিযোগে জানা যায়, আবজাল দম্পতির নামে রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে তিনটি পাঁচতলা বাড়ি আছে। ১৬ নম্বর রোডে রয়েছে আরো একটি পাঁচতলা বাড়িসহ আরো অনেক কিছু।  

টিআইবি বলছে, এগুলো একক ব্যক্তির অপরাধ হিসেবে দেখলে, দুর্নীতির পুরো চিত্র পাওয়া যাবে না।  

স্বাস্থ্যখাতের মাফিয়া ডন মিঠু এখনো ধরাছোঁয়ার বাইরে। বিশ্লেষকদের অভিযোগ, মন্ত্রণালয়ের ভেতরেও দুর্নীতিবাজদের রক্ষাকর্তা আছে।

আরও পড়ুন: রাশিয়া-চীন-ইরান-পাকিস্তানের অংশগ্রহণে বিশাল মহড়া

সাধারণ মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, এইখাতে দুর্নীতির দুষ্টচক্র ভাঙার বিকল্প নেই—বলছেন, বিশ্লেষকরা।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর