বিচারপতি পদে এমি কোনি ব্যারেটকে মনোনয়ন দিলেন ট্রাম্প

বিচারপতি পদে এমি কোনি ব্যারেটকে মনোনয়ন দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে সুপ্রিমকোর্টে বিচারপতি পদে এমি কোনি ব্যারেটকে মনোনয়ন দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সপ্তাহখানেক আগে দেশটির সর্বোচ্চ আদালতের জ্যেষ্ঠ বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের মৃত্যুতে তার পদ শূণ্য হওয়ায় সেখানে নিজের পছন্দের একজন নারীকে এক সপ্তাহের মধ্যে মনোনয়ন দেয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।  

সে অনুযায়ী শনিবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে ব্যারেটকে অসামান্য কৃতিত্বের নারী হিসেবে সম্বোধন করে মনোনয়নের ঘোষণা দেন তিনি। অবশ্য শুক্রবার থেকেই মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছিলো ট্রাম্প ব্যারেটকেই মনোনিত করতে যাচ্ছেন।

ফেডারেল আপিল কোর্টের রক্ষণশীল বিচারক ৪৮ বছর বয়সী এমি কোনি ব্যারেট ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী আসনে ধর্মীয় রক্ষণশীলদের পছন্দনীয় ব্যক্তিত্ব।


আরও পড়ুন: সড়কে জলাবদ্ধতা: দুর্ভোগে জাতীয় সংসদ সচিবালয় আবাসিক এলাকার মানুষ


২০১৭ সালে ট্রাম্প শিকাগো-ভিত্তিক সপ্তম ইউএস সার্কিট আপিল কোর্টে ব্যারেটকে নিয়োগ করেছিলেন। তবে বিরোধীদলীয় ডেমোক্রেট নেতা জো বাইডেন দাবী জানিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনের পর জনগণের নির্ধারিত প্রতিনিধির হাতে সুপ্রিমকোর্টের বিচারপতি নিয়োগ দেয়া হোক। ব্যারেট নিয়োগ পেলে, ট্রাম্প প্রশাসনে তিনি হবেন সুপ্রিমকোর্ট তৃতীয় রিপাবলিকান এবং পঞ্চম নারী বিচারপতি।

news24bd.tv সুরুজ আহমেদ