চলাচল অনুপযোগী যশোরের বেশিরভাগ আঞ্চলিক সড়ক

চলাচল অনুপযোগী যশোরের বেশিরভাগ আঞ্চলিক সড়ক

রিপন হোসেন, যশোর

চলাচল অযোগ্য হয়ে পড়েছে যশোর শহরের বেশিরভাগ আঞ্চলিক সড়কগুলো। এসব রাস্তার কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় অনেক রাস্তায় রিকশা পর্যন্ত  যেতে চায় না।

দেড়শ বছরের পুরনো পৌরসভার রাস্তাঘাটের এই দৈন্যদশায় ক্ষুব্ধ শহরবাসী।

news24bd.tv

এটি গরুর গাড়ি চলার কর্দমক্ত মেঠোপথ, নাকি পাকারাস্তা বোঝার উপায় নেই। অল্প বৃষ্টিতে কাঁদাপানি আর রোদ্রুর হলে সৃষ্টি হয় ধূলার। রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দ আর বড় বড় গর্ত।

ফলে এসব রাস্তাদিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। তাই দ্রুত এসব রাস্তা সংস্কার চান তারা।

news24bd.tv


আরও পড়ুন: মাদারীপুরে পদ্মায় ফের ভাঙন শুরু


চালকদের অভিযোগ, এমন সড়ক দিয়ে যানবাহন চালাতে গেলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্র অংশও। তাই দ্রুত সড়ক সংস্কারের দাবি তাদের।

news24bd.tv

তবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস.এম শরীফ হাসান বলছেন, অধিকাংশ রাস্তা মেরামত করা হয়ে গেছে। বাকি যে রাস্তাগুলো আছে তাও দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে।

যশোর শহরের ৯৩টি সড়কের মধ্যে ৩০টি চলাচল অনুপযোগী।

news24bd.tv সুরুজ আহমেদ