চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসামি ফারুক আটক

চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসামি ফারুক আটক

অনলাইন ডেস্ক

নগরের চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় মা ও ছেলে খুনের ঘটনায় অভিযুক্ত পাতানো ভাই ফারুককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 বৃহস্পতিবার (০১ অক্টোবর) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

গত ২৪ আগস্ট পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় নিজ বাসায় খুন হন গুলনাহার বেগম (৩৩) ও তার ছেলে রিফাত (৯)। গুলনাহার বেগম তার মেয়ে ময়ুরী ও রিফাতকে নিয়ে বসবাস করে আসছিলেন।

আরও পড়ুন:


ট্রাম্প-সৌদি বাদশাসহ ১০ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ


গুলনাহার বেগম ও রিফাত হত্যাকাণ্ডে পেছনে ফারুককে সন্দেহ করে আসছিল ময়ুরী। ফারুক গুলনাহার বেগমের 'পাতানো ভাই' বলে জানিয়েছিল ময়ুরী।   

অভিযুক্ত ফারুক বহদ্দারহাট খাজা রোডের বাসিন্দা বলে জানা গেছে। ফারুক বহদ্দারহাটে একটি দোকান পরিচালনা করতেন।

হত্যাকাণ্ডের শিকার গুলনাহার বেগমের মেয়ে ময়ুরী বলেছিলেন, আমার মাকে বোন ডেকেছে ফারুক। ফারুক আমাদের বাসায় আসা যাওয়া করতো। পাঁচ বছর ধরে ফারুকের সঙ্গে আমাদের পরিচয়। কিছুদিন আগে ফারুকের সঙ্গে আমার মায়ের ঝগড়া হয়। তারপর থেকে আমার মায়ের ওপর ক্ষিপ্ত ছিল ফারুক। ফারুকই আমার মা ও ভাইকে খুন করেছে।   

ঘটনার পর থেকে পলাতক ছিল ফারুক। তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

news24bd.tv কামরুল