আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে ৪ সাংবাদিক আহত

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে ৪ সাংবাদিক আহত

অনলাইন ডেস্ক

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে ৪ সাংবাদিক আহত হয়েছেন। তার মধ্যে দুইজন ফ্রান্সের ও দুইজন আর্মেনিয়ার। কাতারভিত্তিক সংবাদামাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, যে চারজন আহত হয়েছেন তার মধ্যে ফ্রান্সের লে মন্ডে সংবাদপত্রের দুজন প্রতিবেদক, আর্মেনিয়া টিভির একজন ক্যামেরাম্যান ও আর্মেনিয়ার ২৪নিউজের একজন প্রতিবেদক।


আরও পড়ুন: এমসি কলেজে গণধর্ষণ: কলেজ কর্তৃপক্ষের তদারকির ঘাটতি ছিল


রোববার থেকে শুরু হওয়া আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে।  

যে অঞ্চলটি (নাগোর্নো-কারাবাখ) নিয়ে দুটি দেশ যুদ্ধ করছে সেটি মূলত আজারবাইজানের অংশ। কিন্তু বহুবছর ধরে সেটি আর্মেনিয়া শাসন করে আসছে। ১৯৯৪ সালের যুদ্ধের পর থেকে সেখানে আর্মেনিয়ার সেনাবাহিনী রয়েছে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানিয়েছেন একমাত্র তখনই তারা যুদ্ধ থামাবে যখন আর্মেনিয়া নাগোর্নো-কারাবাখ অঞ্চল ছেড়ে যাবে।

তিনি বলেছেন, ‘আজারবাইজান তাদের রাষ্ট্রাধীন অঞ্চলের অখণ্ডতা পুনরুদ্ধার করছে। ’

অবশ্য আর্মেনিয়া এই যুদ্ধের জন্য আজারবাইজানকে দায়ী করছে। বাকুর কারণেই যুদ্ধের সূচনা হয়েছে। তারা এও দাবি করছে যে আজারবাইজানের পক্ষ নিয়ে তুরস্ক তাদের যুদ্ধ বিমান বিধ্বস্ত করেছে।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

news24bd.tv নাজিম