ট্রাম্প হাসপাতালে ভর্তি

ট্রাম্প হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর ২৪ ঘণ্টা না পেরোতেই হাসপাতালে নেয়া হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। হোয়াইট হাউসের জানিয়েছে, শুক্রবার তাঁর জ্বর আসার কারণে তাকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে এবং আগামী কয়েকদিন তাঁকে হাসপাতালে কাটাতে হবে।

হাসপাতালে যাওয়ার আগে এক ভিডিও বার্তায় ট্রাম্প জানান, তিনি এবং ফার্স্টলেডি ভালো বোধ করছেন এবং সবার শুভকামনা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও স্বনামধন্য সামরিক এই হাসপাতালেই মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত তাদের বার্ষিক চেকআপ করিয়ে থাকেন।

 

হোয়াইট হাউস জানিয়েছে, কিছুটা ক্লান্ত থাকলেও প্রেসিডেন্ট মানসিকভাবে শক্ত রয়েছেন। বৃহস্পতিবার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হোপ হিকসের করোনা সংক্রমণ ধরা পড়ার পর ট্রাম্প দম্পতির শরীরেও ভাইরাস শনাক্ত হয়।


আরও পড়ুন: ট্রাম্প করোনা আক্রান্ত হলেও বাইডেনের ‘নেগেটিভ’


গত মঙ্গলবার জো বাইডেনের সঙ্গে প্রথম বিতর্কে যোগ দিতে ট্রাম্পের সঙ্গে একই বিমানে ভ্রমণ করেন হোপস। ওই বিতর্কে অংশ নেওয়া ট্রাম্প পরিবারের আরও কয়েক সদস্যকে মাস্কবিহীন অবস্থাতে দেখা যায়।

তবে স্ত্রী মেলানিয়া ছাড়া পরিবারের অন্য সদস্যদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।  

হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক দিনে প্র্রেসিডেন্ট ট্রাম্পের সংস্পর্শে আসা সবাইকে শনাক্ত করার কাজ চলছে।

news24bd.tv সুরুজ আহমেদ

 

আরও পড়ুন:

উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে ট্রাম্প, বাইডেনকে করোনা পরীক্ষার পরামর্শ চিকিৎসকের

তবে কি বাইডেনও করোনা ঝুঁকিতে?

করোনা আক্রান্ত ট্রাম্প-মেলানিয়ার সুস্থতা কামনা করে মোদীর টুইট

যে নারী থেকে করোনা সংক্রমিত হলেন ট্রাম্প

ট্রাম্প অসুস্থ্য হয়ে পড়লে দায়িত্ব নেবে কে ?

ট্রাম্পের করোনা আক্রান্তের খবরে বিশ্ব শেয়ারবাজারে ধস