কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে রিনা বেগম (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে উপজেলা দক্ষিণ হিজতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রিনা বেগম উপজেলার দক্ষিণ হিজতলী এলাকার মিনহাজ উদ্দিনের স্ত্রী।  

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার হিজলতলী এলাকায় মিনহাজ উদ্দিনের বাড়িতে বসত ঘরে  ফ্রিজের উত্তর পাশে ষ্টীল ও লোহার তৈরি সোকেসে খাবার রাখার সময় ফ্রিজের সংযোগকৃত বিদ্যুতের লাইন ছিদ্র থাকায় সেখানে রিনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়।

রিনা বেগমের ছোট ভাইয়ের স্ত্রী দেখতে পায়।

পরে তার চিৎকারে আসেপাশের লোক ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাদন্তরের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


আরও পড়ুন: মুদি দোকানে পোস্ট অফিস


কালিয়াকৈর থানার এসআই সহিদুল ইসলাম (পিপিএম) জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কেট থেকে এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে।

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

news24bd.tv নাজিম