ফাঁড়ি ইনচার্জ আকবর এখনো লাপাত্তা

ফাঁড়ি ইনচার্জ আকবর এখনো লাপাত্তা

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হানের মরদেহ পূনঃময়না তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ এই নির্দেশ দিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।  

এদিকে বন্দরবাজার পরিদর্শন করেছে পিবিআইয়ের তদন্ত দল। তদন্তদলে ছিলেন পিবিআই সিলেটের এসপি খালেদুজ্জামান, পিবিআই সিলেটের এডমিন জাহাংগির হোসেন ও তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম।

 

অন্যদিকে ফঁড়ি ইনচার্জ আকবর হোসেনকে এখনো খুঁজে পওয়া যায়নি। তাকে ধরতে নানামুখী তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ।  


আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরের দুই সহকারীকে দুদকের জিজ্ঞাসবাদ


এছাড়া মঙ্গলবার রাত থেকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ সীমান্তে বিশেষ সতর্কতা জারি করে পুলিশ। আকবর হোসেন যেনো পাশ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে সেজন্যই এই সতর্কতা বলছেন আইনশৃ্ঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

এদিকে রায়হান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজো নানা কর্মসূচি পালিত হচ্ছে সিলেটে।

news24bd.tv নাজিম