কত সহজেই না আমরা শান্তি খুঁজে পাই

কত সহজেই না আমরা শান্তি খুঁজে পাই

আমিনুল ইসলাম

প্রাণী হিসেবে মানুষ আসলে'ই বড্ড বিচিত্র। কিসে যে আমরা শান্তি খুঁজে পাই, বলা মুশকিল। আমার বাবা মারা গিয়েছেন তিন বছর হয়ে গিয়েছে। বাবা যেদিন মারা গেলেন; সে দিন থেকে এশা'র নামাজে আমি প্রতিদিন দুই রাকাত এক্সট্রা নফল নামাজ পড়ছি আজ অবদি।

এর এক বছর পর, অর্থাৎ বছর দুয়েক আগে মা মারা গেলেন। মা যেদিন মারা গেলেন, ঠিক সেদিন থেকে'ই এশার নামাজে আরও দুই রাকাত এক্সটা নফল নামাজ পড়ছি আজ অবদি।

আমি মোটেই ধার্মিক মানুষ নই এবং ধর্মভীরুও নই। এমনকি এটাও জানি না, নফল নামাজ পড়লে কি হয় কিংবা এই যে এক্সট্রা নফল নামাজ পড়ছি, এর ফায়দা কি!


আরও পড়ুন: নিজের ওপরে না পড়লে কেউ বুঝতে চায় না


আজ হঠাৎ বাবা-মা'র কথা খুব মনে হচ্ছিলো।

ভাবছিলাম মৃত্যু'র পর কিছু কি করেছি উনাদের জন্য? এরপর মনে হলো- অন্তত প্রতিদিন দুই রাকাত করে চার রাকাত এক্সট্রা নফল নামাজ তো পড়া হয়। হয়ত বাবা-মা'র নামে হাসপাতাল করতে পারিনি। কিংবা লোক দেখানো কিছু'ই করতে পারিনি। কিন্তু নীরবে প্রতিদিন ঘুমানোর আগে নফল নামাজ টুকু তো পড়ছি। এটা ভেবে'ই কেমন যেন প্রশান্তি পাচ্ছি।
 
এরপর মনে হলো- কতো সহজে'ই না আমরা মানুষরা শান্তি খুঁজে পাই। আবার বছরের পর বছর পার হয়ে যায়, অনেক কিছুতে আমরা জীবনেও শান্তি খুঁজে পাই না।

লেখক: আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অস্ট্রিয়া।